চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ভোজ, আলোচনা সভা,সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৩ শে জানুয়ারি সন্ধ্যায় নগরীর একটি কমিউনিট সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব নুর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কর আপীল ও অব্যাহতি এর সদস্য মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল ১ চট্টগ্রামের কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন সিকদার,কর অঞ্চল ৩ চট্টগ্রামের কর কমিশনার ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ মামুন, কর আপীল অঞ্চল চট্টগ্রামের কর কমিশনার (আপীল) শহীদুল ইসলাম,কর অঞ্চল ২ চট্টগ্রামের কর কমিশনার ড. মোঃ শামসুল আরেফিন, কর অঞ্চল ৪ চট্টগ্রামের কর কমিশনার আসমা দিনা গণি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোঃ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক এড.এস.এম. বজলুর রশিদ মিন্টু, কর আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি নিতাই চন্দ্র দাশ। সমিতির যুগ্ন সম্পাদক সরওয়ার আলম চৌধুরী শিমুল ও বাচিকশিল্পী এড.মিলি চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ ইফতেখার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.এ.এম. মাহবুব উদ্দীন, এড. মুজিবুল হক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এড. কফিল উদ্দীন চৌধুরী, এড. আবু মোঃ হাশেম, সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ জিয়াউদ্দিন আহমেদ, এড. আইয়ুব খান, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস. জোহা চৌধুরী, আলহাজ্ব আখতার উদ্দীন,জামাল উদ্দীন, আলহাজ্ব মোঃ মুছা, জামাল উদ্দীন, মাহফুজুল হক চৌধুরী মণি, আলহাজ্ব ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে। সভায় পেশাগত জীবনে ৫০ বছর পুর্তি উদযাপনে ২ জন এবং ২৫ বছর পুর্তি উপলক্ষে ১৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কর আইনজীবীরা দেশের রাজস্ব খাতে বড় অবদান রেখে চলেছে। সরকারের সামগ্রিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর আইনজীবীরা সবসময় গুরুত্বপুর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন কর কমিশনারবৃন্দরাও সবসময় আন্তরিক। তিনি কর আইনজীবীদের পেশাগত উন্নয়ন সাধন,আইনগত সহায়তা ও কর আইনজীবীদের সামগ্রিক অগ্রগতি সাধনে নিজ নিজ অবস্থান থেকে যথাসাধ্য ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ভোজ সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন