মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাইয়ের মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদ উল্লাহ খান (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়। একই দিন বাদে যোহর মিঠাছড়া মাদ্রাসার মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
মিঠাছড়া মাদ্রাসার প্রভাষক মুক্তার হোসেন জানান, আমাদের হুজুর স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৭ সাল থেকে এই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করতেছেন। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত : মিঠাছড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি মাওলানা সাজেদুল্লাহ (রহ:) কর্তৃক ১৮৮১ সালে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই মাদ্রাসাটি অত্র এলাকায় ইসলামি শিক্ষায় বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে।