বিশ্বে জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশানের সিক্সসিজনে একশনএইডের উদ্যোগে ‘নাইথ ইন্টারন্যাশনাল ওয়াটার কনফারেন্সে’ তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। কিন্তু সরকারের এজেন্ডা দীর্ঘমেয়াদী হয়। এজন্য পানি ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। যেমন গঙ্গার পানি ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশও উপকৃত হবে।
মুনাফার প্রবৃদ্ধি সমালোচনা করে তিনি বলেন, মানুষের অস্তিত্ব না থাকলে মুনাফা দিয়ে কী হবে?
জলবায়ু মোকাবিলায় পাইলট প্রজেক্ট নেয়া হয়েছে। তবে সরকারের একার পক্ষে জলবায়ু পরিবর্তন সম্ভব হবে না। এনজিও, শিক্ষাবিদসহ দেশের সবাইকে নিয়ে এর মোকাবিলা করতে হবে।
সাবের হোসেন আরও বলেন, জলবায়ুর ক্ষক্ষয়তি সীমিত করাই গরুরত্বপূর্ণ নীতি। সরকার এ ব্যাপারে কাজ করছে। তহবিল ফান্ডের অর্থ সীমিত। তাই সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
দেশের সীমান্তবর্তী নদীগুলোর নিয়ে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে আলাচনা করে ব্যবস্থা নেয়া হবে।
কনফারেন্সে অস্টেলিয়ার অ্যাক্টিং হাইকমিশনার নর্দিয়া সিমসনও উপস্থিত ছিলেন।