২২ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম নাগরিক ফোরামের লালখান বাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দুইটি ওয়ার্ড কমিটি গঠিত হয়।
ফোরামের দপ্তর সম্পাদক এস এম ইকবাল জামিলের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন।।
তিনি বলেন, “চট্টগ্রামের চরম গ্যাস সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামের নাগরিক ফোরামের আন্দোলন চলমান থাকবে। চট্টগ্রামকে আমদানিকৃত নির্ভর করাটা অন্তত দুঃখজনক। নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তদের চট্টগ্রাম উন্নয়নে কাজ করা আহবান জানান।”
কেন্দ্রীয় কমিটির নেতা মাসুদ খান, স ম জিয়াউর রহমান, সংগঠক মাসুদ রানা, তসলিম খাঁ ও মো. আরিফুল আকবর প্রমূখ।
সভায় বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে আরিফ রানা রিপনকে সভাপতি, শহিদুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদক ও নগরীর মোহরা ওয়ার্ড শাখায় নজরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ আসলামকে সাধারণ সম্পাদক করে উভয় শাখায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম নাগরিক ফোরামের দুইটি শাখা গঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন