মিরসরাই প্রতিনিধি:::
‘সমাজ ও পরিবার থেকে মাদক নির্মুল করতে স্কুল, মাদরাসা, মোক্তব, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় কেন্দ্রীক সচেতনতার বিকল্প নেই। আমাদের এখানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মসজিদের ইমামগণ ভূমিকা রাখতে পারেন। সে ক্ষেত্রে প্রতি জুমার খুৎবায় ইমামরা মাদক নির্মুল সংক্রান্ত বক্তব্য অপরিহার্য্য হিসেবে উপস্থাপন করতে পারেন।’
সোমাবর (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে মিরসরাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
ওইদিন মাদক ও সন্ত্রাস নির্মুলে পুলিশের ও প্রশাসনের ভূমিকা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বক্তব্যের পর মাহবুব উর রহমান রুহেল তাঁর বক্তব্যে আরো বলেন, ‘নির্বাচনের সময় প্রায় ২০ দিনেরও বেশি সময় ধরে আমি অসংখ্য উঠান বৈঠকে গিয়ে সাধারণ মানুষ ও ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যগুলো অনুধাবন করেছি। তাতে আমি বুঝতে পেরেছি এখানে প্রধান প্রধান সমস্যাগুলো কি। এসব আমার অবজারভেশনে আছে।’
এসময় তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের কথা তুলে ধরে বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এটি রোধ করতে হলে মাদক সেবীদের অবহেলা করা যাবে না, তাদের হেনস্থা করা যাবে না। বরং তাদের পূর্নবাসনের জন্য কাজ করতে হবে। এছাড়া মাদক নির্মূল করতে হলে স্কুল পর্যায়ে বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্যাম্পেইন করতে হবে। সেখানে একটি বিষয় তুলে ধরতে হবে, ‘মাদক জীবনে একবারও নয়, কোনদিনও নয়। প্রয়োজনে এটি নিয়ে আবেগাল্ফুত ফোস্টার করে তা ছড়িয়ে দিতে হবে।’
ওইদিন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দুপুরের পর শুরু হয় মাসিক সমন্বয় সভা।