টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান। ক্রাইস্টচার্চে আজ আগে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৪ রান করে পাকিস্তান । জবাবে কিউইরা গুটিয়ে যায় ৯২ রানে।
পাকিস্তানের দেওয়া ১৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ৫ ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। সিরিজ জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেন ১৯ বলে করেন ২২ রান। হাতে ৭ উইকেট নিয়ে শেষ ১০ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৮১ রান। এরপর ১০ থেকে ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। এর মধ্যে ৩টি নেন ইফতিখার আহমেদ।
এরপর গ্লেন ফিলিপস লড়াই করলেও সেটা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। ম্যাচের ১৮তম ওভারের প্রথম দুই বলে ফিলিপস ও লকি ফার্গুসনকে আউট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন অধিনায়ক শাহীন আফ্রিদি।
এর আগে টসে জিতে ব্যাটিং করা পাকিস্তান ওপেনিংয়ে সাইম আইয়ুবকে সরিয়ে এদিন খেলায় হাসিবুল্লাহ খানকে।
অভিষেক ম্যাচে টিম সাউদির বলে ফিরেছেন শূন্য রানেই ফেরেন তিনি। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। তবে দুজনই রান তুলতে হিমশিম খেয়েছেন। ৫৩ রান তুলতে তাদের বল খরচ করেছে ৫৬টি। দুবার ‘জীবন’পাওয়া বাবর করেন ২৪ বলে ১৩ রান।
এরপর ফখর জামানকে নিয়ে ১৯ বলে ৩৫ রানের জুটি গড়েন রিজওয়ান। এ সময় ১৬ বলে ৩৩ রানই আসে ফখরের ব্যাট থেকে। দলীয় ৮৮ রানে ফখর আউট হওয়ার পর ৯১ রানে ফেরেন মোহাম্মদ নওয়াজ। ৩৮ বলে ৩৮ রান করা রিজওয়ানও ফেরেন দলীয় ৯১ রানেই ।
এরপর শাহিবজাদা ফারহানের ১৪ বলে ১৯ ও আব্বাস আফ্রিদির ৬ বলে ১৪ রানে ১৩৪ রানের পুঁজি পায় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি প্রত্যেকে ২টি উইকেট নিয়েছেন।