কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ দু’দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন। গতকাল বিকালে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী স্বাক্ষরিত এক সফরসূচি পত্রে এ তথ্য জানান।
আজ সকাল ৭টায় ঢাকার উত্তরা নিজ বাসভবন হতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন। এদিন সকাল ১১টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুছাই নামক স্থানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন কর্তৃক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হবে। এরপর শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ২টায় মৌলভীবাজার সার্কিট হাউজে উপস্থিত হবেন। বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের নিজ বাস ভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৭টায় ফুলছড়া চা বাগানের চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করবেন। এরপর তিনি নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।
পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর নিজ বাসায় তিনি রাত্রিযাপন করবেন। শনিবার বিকাল ৩টায় নিজ বাসা হতে ঢাকার উত্তরার বাসার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন।
সফরকালে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তার সফরসঙ্গী হবেন।