রাউজানে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে পঞ্চম বারের মতো বিপুল ভোটে বিজয়ী হলেন ফজলে করিম চৌধুরী শফিউল আলম, রাউজান ঃ গত ৭ জানুযারী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল পরিমান ভোটের ব্যবধানে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় এবি এম ফজলে করিম চৌধুরী।
নির্বাচনে ৯৫টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিক ২লাখ ২১ হাজার ৭ শত ৯২ ভোট পেয়ে বিপুল পরিমান ভোট পেয়ে বিজয়ী হযেছেন । অন্য প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম প্রতিক ট্রাক পেয়েছেন ৩ হাজার ১শত ৫২, জাতীয় পাটির প্রার্থী শফ্কি উল আলম, লাঙ্গল ২ হাজার ৬শত ৪০, ইসলামী ফ্রন্ট প্রতিক চেয়ার পেযেছেন ১ হাজার ৯শত ২৪, তৃণমুল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়াউদ্দিন চৌধুরী সোনালী আশ পেয়েছেন ১ হাজার ১শত ৪৩ ভোট পেয়েছেন। নিবাচনে চার প্রার্থীকে বিপুল পরিমান ভোটের ব্যবধানে পরাজিত করে এবি এম ফজলে করিম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় । গত ২০০১ সালের সংসদ নির্বাচন, ২০০৯, ২০১৪, ২০১৮ সালের সংসদ নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয় । ৭ জানুযারী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল পরিমান ভোটের ব্যবধানে পঞ্চম বারের মতো সঙসদ সদস্য নির্বাচিত হয় এবি এম ফজলে করিম চৌধুরী।