শওকত হোসেন করিম, ফটিকছড়ি: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারী ফলাফলে সাংসদ নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তার পিতা ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব রফিকুল আনোয়ার সাংসদ ছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি পুনরায় ফটিকছড়ি থোকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এরপর আর কোন আওয়ামী লীগ দল হতে প্রার্থী নির্বাচন করতে পারেননি। জোটের প্রার্থী হিসেবে তরিকত ফেডারেশনের চেয়ারম্যন আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারী ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচতি হন। এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
আজ (৮ জানুয়ারি) সোমবার উপজেলার বিভিন্নস্থানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হারুয়ালছড়ি ছাত্রলীগ সভাপতি রিয়াজ মোঃ নুরুল রাব্বি বলেন, দীর্ঘদিন পর আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচিত করতে পেরেছি। আমরা অনেক খুশি। আমাদের কষ্ট ও শ্রম বিতা যায়নি। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করেছি।
নগর ও জেলা মিলে ১৬ আসনে একমাত্র নারী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন খাদিজাতুল আনোয়ার সনি। নিজ দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক দলের নানা মেরুকরণসহ নির্বাচনী নানা কৌশল, ষড়যন্ত্র, চাপের মুখেও নতি স্বীকার না করেই ব্যাপক গণসংযোগ করেন তিনি। ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চেয়ে ধন্না দেন। তুলে ধরেন নিজের রাজনৈতিক পরিবারের বিশেষ করে বাবা রফিকুল আনোয়ারের নানা সমাজসেবার কথা।