মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)। কাপ্তাইয়ে লোকলয়ে বন্যহাতির দল বিএফআইডিসি’র আওতাধীন লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের (এলপিসি) রেস্ট হাউজে ডুকে ব্যাপক তান্ডব চালিয়ে ভাংচুর চালিয়েছে। এতে আশপাশের লোকজন আতংকে রাত্রি যাপন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৮ জানুয়ারী) রাত প্রায় ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতির পাল কাপ্তাইয়ের বিএফআইডিসির এলপিসি রেস্ট হাউজ কক্ষে প্রবেশ কর। এসময় কর্তব্যরত আনাসার দৌড়ে পালিয়ে নিরাপদে চলে গিয়ে রেস্ট হাউজে অবস্থানরত সকলকে চিৎকার করে বলতে থাকে। এসময় হাতির পালটি রেস্ট হাউজের দরজা,জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাংচুর করে। একই দিন রাতে কাজী সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান খেয়ে সাবার করে। বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, রাত প্রায় ৩টা হতে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতি দল রেস্ট হাউজে প্রবেশ করে রেস্ট হাউজের দরজা,জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাংচুর করে। রেস্ট হাউজে অবস্থানরত সকলে ভয়ে দৌড়ে দ্বিতীয় তলায় নিরাপদে আশ্রয় নেয়। আমরা এখন আতংকে আছি আবার কখন হাতির দল এসে হানা দেয়। রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগর আওতাধীন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বনের মধ্যে কোন খাদ্য না থাকার কারনে লোকালয়ে হাতি আসছে। তাছাড়া নতুন করে কয়েটি হাতি বাচ্চা দেয়ার ফলে খাদ্যর সন্ধানে লোকালয়ে আসছে। তবে বিষয়গুলো আমরা দেখছি বলে তিনি মন্তব্য করেন।