পার্বত্য বান্দরবান আসনে সপ্তমবারের মত সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
রোববার রাত পৌনে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, বীর বাহাদুর পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।
জেলার মোট ভোটার ছিল ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৩.৫৪ শতাংশ।
রোববার সকাল ৮টা থেকে সাত উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলে।