শওকত হোসেন করিম, ফটিকছড়ি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হয়েছে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল নানুপুর এলাকায় ভোট (কেন্দ্র নং- ১১০) গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায়। এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা (পুরুষ) ৪হাজার ২শত ১৫ জন। সকার সাড়ে ১১ টায় ১হাজার ১শত জন ভোটার ভোটাধিকার প্রয়োজনে জানিয়েছেন বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল মনসুর তালুকদার। ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ ভোট (কেন্দ্র -৭১) প্রিজাইডিং অফিসার প্রণবেশ মহাজন। তিনি মোট ভোটার (পুরুষ) ৩হাজার ৭শত ১৭ জন। সকাল সাড়ে ৯টায় ভোট প্রদান করেন ২শত ৩৬ জন। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। আনুষ্ঠানিক কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই দেখা হবে।
ফটিকছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন