নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন, রাঙ্গুনীয়া পৌরসভা এবং বোয়ালখালী উপজেলার শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯১ জন।
এ আসনে লড়ছেন প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (নৌকা), জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আহমদ রেজা (চেয়ার) ও বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মোরশেদ আলম (একতারা)।
এ আসনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে চট্টগ্রাম-৭ আসনে সব মানদন্ডে এগিয়ে আছেন ড. হাছান মাহমুদ।