রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। এদিন রাত ৯ টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিটি দেন রিজভী।
এই অগ্নিকাণ্ডে অনন্ত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত ও দগ্ধ হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নির্বাপন করে।
ট্রেনে অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি গণঅধিকার পরিষদের
রাজধানীর গোপীবাগে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে গণঅধিকার পরিষদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন শোক বার্তায় বলেন, চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমগ্র জাতিকে এই ঘটনা ব্যথিত ও মর্মাহত করেছে। নির্বাচনের আগে বাস-ট্রেনে এমন নাশকতার ঘটনা ঘটছে। চলন্ত ট্রেনে আগুন দিয়ে যারা এই মানবতাবিরোধী ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তারা দেশ ও জাতির শত্রু। তবে কোনধরনের তদন্ত ছাড়া সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর উপর সরকার ও প্রশাসন কর্তৃক দায় চাপানো বিশেষ রহস্য বহন করে। দেখা যাচ্ছে, এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ভিন্নমতের উপর দায় চাপিয়ে সরকার রাজনৈতিক বেনিফিট নেয়ার চেষ্টা করছে এবং কোন প্রকার তদন্ত ছাড়া বিদেশিদের কাছেও এসব ঘটনার দায় ভিন্নমতের রাজনৈতিক দলগুলোকে দেয়া হচ্ছে।
তারা আরও বলেন, সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিদের রহস্যজনক দায় চাপানোর বক্তব্য জনগণের মনে সন্দেহের সঞ্চার করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে দেরিতে ফায়ার সার্ভিসের উপস্থিতি, কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তাদের দেরিতে পৌঁছানো ইত্যাদি ধোঁয়াশা সৃষ্টি করেছে। চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে এটা ষড়যন্ত্র কিনা, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে এসব অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করছি।
এই নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এছাড়া শোক বার্তায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন গণঅধিকার পরিষদ নেতৃদ্বয়।