হঠাৎই বছরের শুরুতে নতুন চমক নিয়ে হাজির হলেন পপ সেনসেশন মিলা ইসলাম। ভোট প্রদানে তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে তিনি প্রকাশ করলেন ‘গো ভোট’ শিরোনামে নতুন গান। অটোমনাল মুন এর কথা ও সুরে, আদিব কবিরের সংগীতায়োজনে গানটি প্রকাশিত হয়েছে মিলা’র নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তরুণ নির্মাতা সোহেল রাজ। হে নবীন হে সবুজ আর হয়ো না অবুঝ/ ছুঁড়ে ফেলো সংকোচ ভয়/ যত মত তত পথ/ আজ নাও এ শপথ/ মেনে নিও না পরাজয়/ তোমার কথা বলুক আজ তোমার ঠোঁট/ গো গো গো ভোট- এমন কথার রক ধাঁচের এই গানটির শুটিং হয়েছে উত্তরার মেট্রোরেল স্টেশনের পাশেই। মিউজিক ভিডিওতে সর্বস্তরের জনগণের পাশাপাশি হাসান (আর্ক), সুইটি, রাফা, মিলন মাহমুদ, তৌহিদ আফ্রিদি, ফেরদৌস, জিয়াউল হক পলাশ, প্রতীক হাসানসহ একঝাঁক সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সার এক হয়ে হাতে ‘গো ভোট’ প্ল্যাকার্ড নিয়ে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। গানটিতে অংশ নেয়া প্রসঙ্গে মিলা বলেন, মূলত ক্যাপ এর মুবিন ভাইয়ের উৎসাহে গানটির সঙ্গে আমি যুক্ত হয়েছি, আর সঙ্গে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়ে সর্বক্ষণ পাশে ছিলেন প্রিয় জুয়েল মোর্শেদ ভাই। দেশের প্রতি নিজের একটা দায়িত্ববোধ থেকেই গানটি গেয়েছি, এমনকি ভিডিও তৈরির জন্য আমি নিজেই প্রিয় সেলিব্রিটিদের কাছে গিয়ে ভিডিও বাইট সংগ্রহ করেছি। আশা করি গানটি ভালো লাগবে সবার।
ভোট দেয়ার আহ্বান জানিয়ে ‘গো ভোট’

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন