গাজায় দৃশ্যত টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের। এমন অভিযোগ করেছেন সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এর প্রেসিডেন্ট জোডি গিন্সবার্গ ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সাংবাদিকের ‘প্রেস’ লেখা এবং প্রেসের সরঞ্জাম সঙ্গে থাকার পরও গাজায় বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গিন্সবার্গ বলেন, যেসব হত্যাকাণ্ডকে টার্গেটেড হত্যা বলে মনে হচ্ছে, তাতে জড়িতদের বা দায়ীদের জবাবদিহিতা করা উচিত। তিনি বলেন, আমরা এসব হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছি এবং এটা দেখার চেষ্টা করছি এর মধ্যে কোনোটা ইচ্ছাকৃত বা টার্গেটেড হত্যাকাণ্ড কিনা। তিনি আরও বলেন, সাংবাদিকরা বেসামরিক। যুদ্ধে তাদেরকে টার্গেট করা উচিত নয়। এ পর্যন্ত সিপিজের হিসাবে ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ৬৮ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন গাজায়। এর মধ্যে ৬১ জন ফিলিস্তিনি। চারজন ইসরাইলি এবং তিনজন লেবাননি।
এর মধ্যে সর্বশেষ নিহত হয়েছেন আল জাজিরার ক্যামেরাম্যান সারিম আবুদাকা।