চট্টগ্রাম–৮ বোয়ালখালী–চান্দগাঁও আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম পেয়েছেন কেটলি প্রতীক। আবদুচ ছালাম বলেন আজকে থেকে সকলস্তরের মানুষকে সাথে নিয়ে প্রচারণা শুরু হবে। আমরা কথা না কাজ করি। আমাদের সাথে থাকুন। সুযোগ দিয়ে দেখুন। স্বপ্নের কালুরঘাট সেতু হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের দোয়ায় বিশাল জয় আসবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এখানে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১০ জন। এই আসনটি মহাজোটের মিত্র দল জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। গতকাল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ। বর্তমানে ভোটের লড়াইয়ে আছেন ১০ জন। তারা হলেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিএনএফের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুল, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা, কল্যাণ পার্টির মো. ইলিয়াছ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, এপিপি মো. কামাল পাশা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল নবী।