মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরীকদল সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। রবিবার ( ১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা রিটারনিং কর্মকর্তার কার্যােলয়ে উনার পক্ষে প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাম্যবাদী দলের মিরসরাই উপজেলার আহবায়ক রনজিত বড়ুয়া। এ বিষয়ে দিলীপ বড়ুয়া বলেন, মিরসরাই আসনে আমি জোট থেকে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি। আমার প্রতিনিধি জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি আরো বলেন, আমি এখন ঢাকায় আছি। দুএকদিনের মধ্যে এলাকায় আসবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো। এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করবেন। তবে কেউ করেছে কিনা এখনো আমাদের জানানো হয়নি। বিকেলে জানতে পারবো কতজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর আগে মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে উত্তীর্ণ হয়ে মাঠে ছিলেন ৮ প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, স্বতন্ত্র প্রার্থী হওয়া গিয়াস উদ্দিন, সাম্যবাদী দলের প্রার্থী শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ ইউসুফ, জাতীয় পাটির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সুপ্রিম পাটির মোহাম্মদ নুরুল করিম আফছার ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নান।
চট্টগ্রাম-১ প্রার্থীতা প্রত্যাহার করলেন সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন