চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেছেন, আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল তা আজ ভুলুণ্ঠিত। স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের মানুষকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল- সাম্য, মানবাধিকার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু আওয়ামীলীগ সেগুলো ধ্বংস করেছে। আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ইতিহাস। এই সরকারের অধীনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই দু:সহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের আশার প্রতিফলন ঘটাতে গণতন্ত্রের জন্য আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। রক্তপিপাসু শাসকদের কবল থেকে দেশবাসীকে রক্ষার করে আমরা ঘরে ফিরবো।
আজ ১৬ ডিসেম্বর (শনিবার) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূইয়া, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, জাকির হোসেন, নুহ গাজী সেলিম, তাজুল ইসলাম নয়ন, মো. আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, সাইফুল আলম দিপু, মিজানুর রহমান সাইফুল, সম্পাদক মন্ডলী নুর আলম, লুৎফর রহমান জুয়েল, এসকান্দর, মো. ইসকান্দর হোসেন, জাহিদুল ইসলাম, মো. পারভেজ, সাজ্জাদ হোসেন খান, পতেঙ্গা থানা আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বায়েজীদ থানা আহবায়ক আলতাফ হোসেন, পাহাড়তলী থানা আহবায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, আকবর শাহ থানা আহবায়ক হাসান মাহমুদ, বাকলিয়া থানা আহবায়ক দুলাল মিয়া, বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, চকবাজার থানা আহবায়ক রিদওয়ানুল হক, সদরঘাট থানা সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, বায়েজীদ থানা সদস্য সচিব কাজী মহিউদ্দিন, রাজিম উদ্দিন আকন্দ, মো. সবুজ, মো. পারভেজ, এমদাদুল হক, সজল বড়–য়া, জাহাঙ্গীর আলম ,আবুল কালাম, আইনুল ইসলাম জুয়েল প্রমুখ।