চট্টগ্রাম নগরের ইপিজেড বন্দরটিলা হামিদ আলী সুকানীর বাড়ীর দুই ভবনের মাঝখান থেকে মো. আবদুল্লাহ্ (১৩) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ ওই এলাকার মাহমুদ হোসেন তালুকদোরের ছেলে।
ইপিজেড থানার ওসি (তদন্ত) জামাল উদ্দিন বলেন, সকালে খবর পেয়ে ওই এলাকার দুই ভবনের মাঝ থেকে বস্তাবন্ধি শিশুর লাশটি উদ্ধার করা হয়। সে নানার বাড়িতে থাকত। কয়েকদিন আগে বাবার কাছে বেড়াতে আসছিলো। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।