আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ ও ১০ সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম ও ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী’র সমর্থনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের মতবিনিময় সভা গত ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রামস্থ দলীয় কার্যলয়ে সংগঠনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। বিশেষ অতিথি ছিলেন প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী আলমগীর ইসলাম বঈদী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন, মাওলানা নুরুচ্ছফা আল ক্বাদেরী, দপ্তর সম্পাদক মাস্টার মুহাম্মদ বদিউর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জানে আলম ফারুকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাস্টার মুহাম্মদ ইউছুফ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা. মহিউদ্দিন হোসেন, যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এইচ এম মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এটিএম রেজাউল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সুমন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিমুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জাহেদ প্রমুখ। বক্তারা বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইসির প্রতি দাবি জানান।
দ্বাদশ নির্বাচন হবে অংশগ্রহণমূলক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন