স্বশরীরে আদালতে হাজিরা দিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পটিয়ায় চন্দনাইশ আদালতের সিনিয়র সহকারী জজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার অনুসন্ধানী কমিটির চেয়ারম্যান শেখ মোঃ মহিবুল্লাহ্র আদালতে স্বশরীরে এসে নির্বাচনী আচরণবিধির বিষয়ে ব্যাখ্যা দেন।
এ সময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় হুইপ আদালতে প্রায় আধা ঘন্টার বেশি সময় দেন। পরে আদালত থেকে বের হয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।
পরে সিনিয়র সহকারী জজ ও চন্দনাইশ আদালতের বেঞ্চ সহকারী অনি গুপ্ত সাংবাদিকদের জানান, হুইপ আদালতে স্বশরীরে হাজির হয়ে নির্বাচনী আচারণবিধি সঙন সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেন। বিষয়টি আদালত প্রতিবেদন লিখে নির্বাচন কমিশনে প্রেরণ করবেন। নির্বাচন কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।