বিএনপি ও এর সমমনা দলগুলোর ৯ম দফায় ডাকা অবরোধ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।