দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষদিন আগামীকাল ৩০ নভেম্বর। এখন শেষ মূহূর্তের মনোনয়ন ফরম বিতরণ চলছে। গতকাল একদিনেই আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীসহ ৩৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম জমার শেষ দিন যতই ঘনিয়ে আসছে তত বাড়ছে প্রার্থী সংখ্যা। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে এ পর্যন্ত ১২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপি না আসলেও অন্যান্য দলগুলো নির্বাচনে আসায় শেষ মূহূর্তে ফিরতে শুরু করেছে ভোটের আমেজ।
নির্বাচন অফিস সূত্র জানায়, গতকাল পর্যন্ত আওয়ামী লীগ ২৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২২টি, বাংলাদেশ সুপ্রীম পার্টি আটটি, বাংলাদেশ তরিকত ফেডারেশন একটি, বিএনএম একটি, জাসদ একটি, জাতীয় পার্টি ছয়টি, কল্যাণ পার্টি দুটি, ন্যাপ দুটি, বিএনএফ তিনটি, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম একটি, তৃণমূল বিএনপি সাতটি, এনপিপি দুটি, স্বতন্ত্র ৩১টি, বাংলাদেশ মুসলিম লীগ একটি, বিএনএফ একটি, বাংলাদেশ কংগ্রেস একটি, গণফোরাম একটি এবং দলের নাম ছাড়া পাঁচটি ফরম সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রাম-১ আসনে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মো. ইউসুফ, চট্টগ্রাম-২ আসনে স্বতন্ত্র হোসাইন মো. আবু তৈয়ব, মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির এমএ ছালাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ উল্লাহ খান, স্বতন্ত্র জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের এসএম আল মামুন, বিএনএফ’র মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে বিএনএফের আবু মো. শামসুদ্দিন, স্বতন্ত্র মো. মুহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৬ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইলিয়াছ নুরী, চট্টগ্রাম-৭ আসনে তৃণমূল বিএনপির খোরশেদ আলম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াস, ইসলামী ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ন্যাপের মিটুল দাশগুপ্ত, ইসলামী ফ্রন্টের আবু আজম, চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র ফরিদ মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র ওমর হাজ্জাজ, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, স্বতন্ত্র আকবার হোসেন, তৃণমূল বিএনপির মো. আবদুল্লাহ, চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র বদিউল আলম, ন্যাপ আশীষ কুমার শীল, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, স্বতন্ত্র মোহাম্মদ ইলিয়াছ মিয়া, ইসলামী ফ্রন্টের এম.এ মতিন, চট্টগ্রাম-১৩ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আরিফ, জাতীয় পার্টি আবদুর রব চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে ইসলামী ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী ও জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করা জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম পূর্বদেশকে বলেন, ‘ভোটের অনেকদিন বাকি আছে। একটু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে’।