ভারত মহাসাগরে ইসরাইলের আরেকটি মালবাহী জাহাজে হামলা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই হামলা হয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ হামলার সঙ্গে ইরানের যোগ থাকতে পারে। তবে ইরানি গণমাধ্যমগুলোতে এখনও এমন কোনো দাবির কথা জানানো হয়নি। তারা জানিয়েছে, ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। এটাই প্রথম ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে হামলার খবর।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, একটি সন্দেহভাজন শাহেদ-১৩৬ কামিকাজি ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা হয়েছে। তবে এতে ক্রুদের কোনো ক্ষতি হয়নি। ওই মার্কিন কর্মকর্তা বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে কেন মার্কিন গোয়েন্দারা ইরানকে দায়ী মনে করছে, তা প্রকাশ করতে অস্বীকার করেন তিনি।
সমুদ্রপথে নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মাল্টার পতাকাবাহী এবং ফ্রান্সের পরিচালিত ওই জাহাজের মালিক ইসরাইল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। এ কারণেই জাহাজটিতে হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
জাহাজটি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত ছেড়ে এসেছিল।
ধারণা করা হচ্ছে জাহাজে হামলার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেছে ইসরাইল। এ কারণেই দুই দিন পর খবরটি প্রকাশ পেল। কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে লোহিত সাগর থেকে ইসরাইলের একটি জাহাজকে আটক করে ইয়েমেনের হুতি বাহিনী। তারা ঐ জাহাজটি এখন ইয়েমেনের বন্দরে নিয়ে গেছে।