বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে। এ নিয়ে ৭ দফা অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধীরা।
এদিকে অবরোধের কারণে রাজধানীতে গণপরিবহন খুব কম চলাচল করছে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা চলতে দেখা গেছে।
এদিকে শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার ‘ইলেকশন’ ভাঁওতাবাজির নামে ‘সিলেকশন’ করা হচ্ছে। তুমুল আন্দোলন-জনজোয়ারে এই নির্বাচনী নাটক ভন্ডুল হয়ে যাবে। জনগণ আগামী ৭ই জানুয়ারি দেশে আওয়ামী লীগ সরকারের পতন দিবস উদযাপন করবে বলে মনে করেন তিনি। এক দফার আন্দোলন আরও বিস্তৃত, বেগবান ও তেজোদীপ্ত বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি’র ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন