লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর ৩য় এনিভার্সারী গত ২৩.১১.২০২৩ খ্রি: তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ এর সভাপতিত্বে এবং আরসি লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্ণর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি মাননীয় সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ পিএমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন ফার্স্ট ভিডিজি লায়ন কহিনুর কামাল এমজেএফ, সেকন্ড ভিডিজি লায়ন মোসলেহউদ্দিন আহমদ (অপু) এমজেএফ, পিডিজি লায়ন এসএম সামশুদ্দিন এমজেএফ,ফার্স্ট ভিডিজি স্পাউস লায়ন কামাল পাশা, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, জিএমটি লায়ন জাহাঙ্গির মিয়া,গভর্ণর এডভাইজর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ,কন্সার্ণ আরসি লায়ন সাইফুল্লাহ মনসুর, কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএমজেএফ,সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন সেতারা গাফফার এমজেএফ, গভর্ণর এডভাইজর লায়ন একেএম শওকত হাসান খান, গভর্ণর এডভাইজর লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ,গভর্ণর এডভাইজর লায়ন মোহাম্মদ আহসান,গভর্ণর এডভাইজর লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আরসি হেডকোয়র্টার লায়ন রোকেয়া হক, আরসি লায়ন একরামুল হক ভূঁইয়া, আরসি মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাস, ক্লাব সেকন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, ক্লাব থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান, ক্লাব সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব ট্রেজারার লায়ন জাহেদ হোসেন,লায়ন রোকেয়া হাসান, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া, লায়ন দোলন বড়ুয়া, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইউনুছ, লায়ন যমুনা বড়ুয়া, লায়ন খুরশিদা হক, লায়ন জাবেদ ইসলাম, লায়ন শহিদুল ইসলাম, লায়ন জগলুল জাবেদ, লায়ন এবি জিয়াউদ্দিন হোসেন এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান সহ অন্যান্য লায়ন ও লিও সদস্যবৃন্দ । এ সময় গৃহহারা আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকার চেক প্রদান করা হয়। মাননীয় জেলা গভর্ণর মানবিক অবদান রাখার জন্য এবং প্রতিকূল পরিস্থিতিতেও চার্টার তারিখে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর নেতৃবৃন্দের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এই ক্লাব বিগত সেবা বর্ষে অনেক সেবাকর্ম করে জেলা ৩১৫- বি৪ এ ভাল অবদান রেখছে।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের বর্ষপূর্তি উদযাপন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন