চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সদ্য বিদায়ী গ্রুপ সম্পাদক, জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক, জেলা রোভারের প্রাক্তন সম্পাদক, ওরসার উপদেষ্ঠা মোঃ কামাল উদ্দীন এলটির পিআরএল অবসর জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভা গত ২৪ শে নভেম্বর রাতে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার সংসদ (ওরসা) এর সভাপতি নুরুল মোস্তাফার সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন মোঃ কামাল উদ্দীন এলটি। এতে অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইফতেখার উদ্দীন আহমদ খান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম কলেজর সাবেক অধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার চক্রবর্তী, পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম, সিডিএ পাবলিক কলেজে, অধ্যক্ষ নুরুল আলম, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুস, সাইফ পাওয়ার টেকের পরিচালক নিজাম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কলেজ রোভার গ্রুপের প্রাক্তন আরএসএল হাবিব রহমত উল্লাহ, মোস্তফা খুদরত ইলাহি খুলশি পুলিশ ফাড়ীর ইনচার্জ নুরুল আবছার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন আরএসএল নুরুল আবছার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন আরএসএল ওয়ারেসী, লাবীর মোহাম্মদ ত্বকী, নুরুল হোসাইন, শহীদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, আজাদ, জাহেদুল ইসলামসহ অন্যান্য। কোরআন তেলওয়াত করেন মোঃ সাদেক আনোয়ার। সভায় বক্তারা বলেন-কামাল উদ্দীন এলটি সারা বাংলাদেশের রোভার স্কাউটের প্রাণ পুরুষ। তিনি হাজার হাজার দক্ষ রোভার স্কাউট সৃষ্টিতে অগ্রণী ভুমিকা পালন করেছেন। বক্তারা বলেন আমরা সকলে শিক্ষক হলেও কামাল উদ্দীন এলটি আমাদের রোভার স্কাউট জীবনের দীক্ষা গুরু। যার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম থেকে ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ১১ জন প্রেসিডেন্ট রোভার স্কাউটে পুরষ্কৃত হয়েছে। যিনি একাধােের রোভার স্কাউট, ক্রীড়া ব্যক্তি ও দক্ষ প্রশাসক। বাংলাদেশের রোভার স্কাউটের ইতিহাসে মোঃ কামাল উদ্দীন এলটি একটি প্রতিষ্ঠানের নাম। একটি কিংবদন্তী তুল্য ব্যক্তির নাম। যাকে অনুকরণ অনুস্মরণ করে সমগ্র দেশে হাজার হাজার রোভার স্কাউট সৃষ্টি হয়েছে। সংবর্ধিত অতিথি মোঃ কামাল উদ্দীন এলটি বলেন আমি আজীবন আমার শিক্ষার্থীদের আমার চেয়েও বড় অবস্থানে দেখতে চেয়েছি। আমি সবসময় শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও আদর্শের উপর ভিত্তি করে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে চেষ্ঠা করে গেছি। তিনি শিক্ষার্থীদের উন্নত ও দক্ষ জীবন পরিচালনায় রোভার স্কাউটসহ কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেয়ার আহবান জানান। সভা শেষে মোঃ কামাল উদ্দীন কে ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন অতিথিবৃন্দ।