দেড় মাসেরও বেশি সময় ধরে সংঘাত এবং হাজারো মানুষের প্রাণহানির পর চার দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ইসরাইল ও হামাসের মধ্যে। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই হুঙ্কার দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।
যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের হামলা আরও তীব্র হবে এবং আরও অন্তত দুই মাস এই যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসরাইলি নৌবাহিনীর বিশেষ অপারেশন ইউনিটের যোদ্ধাদের উদ্দেশে বক্তব্য দেন গ্যালান্ত। এ সময় তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে তোমরা যা দেখতে পাবে তা হলো- প্রথমে জিম্মিদের মুক্তি। এই যুদ্ধবিরতি সংক্ষিপ্ত হবে।’
যুদ্ধবিরতির সময় সেনাদের নতুন করে সংগঠিত হওয়া এবং অস্ত্র-গোলাবারুদ প্রস্তুত করার নির্দেশ দিয়ে গ্যালান্ত বলেন, ‘আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত হও।’
যুদ্ধ আরও দুই মাস চলবে জানিয়ে তিনি বলেন,
যুদ্ধ ধারাবাহিকভাবে চলতে থাকবে। কারণ আমাদের বিজয় সম্পূর্ণ করতে হবে এবং অন্য জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর আগে ঠিক একই ধরনের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজায় দেড় মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এই হামলায় গাজা কার্যত মাটির সঙ্গে মিশে গেছে। এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অর্ধেকই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি।
সংঘাতের মধ্যেই একটি যুদ্ধবিরতির আলোচনা চলছিল। শেষ পর্যন্ত উভয় পক্ষই তাতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে।
চুক্তি অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেয়া হবে। যুদ্ধবিরতির মেয়াদ হবে চার দিন। চুক্তির ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেন,
শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন জিম্মি এদিন সন্ধ্যায় মুক্তি পাবেন।
এই সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী, প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।