চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০তম পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান। মিলিত হই প্রাণের মোহনায় কথা ও কবিতায়, সুর আর ছন্দে স্নাত হই আনন্দেরই ঝর্ণাধারায়” শীর্ষক সাহিত্য সন্ধ্যা আলোচনা গত ২০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ আলোচক ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। উদ্ভোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে কথামালা, গান, আবৃত্তি, কবিতা ও ছড়া পাঠে অংশ নেন চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, লেখক, সংগঠক লায়ন এম.এ.সবুর, কবি আশীষ সেন, নাট্যজন সজল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, ছড়াকার উৎফল কান্তি বড়ুয়া, নান্টু বড়ুয়া, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, কবি প্রতীমা দাশ, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, এম. ছগির পিন্টু, কবি মীর মনিরুল ইসলাম, শ্রাবন্তী বড়ুয়া, এস.এম.সালাউদ্দীন সামির, প্রকৌশলী সিঞ্চণ ভৌমিক, সাবিহা সুলতানা রক্সি, ডাঃ বরুণ কুমার আচার্য্য বলাই, মোঃ তিতাস, নিলয় দে, শিহাবুর রহমান, সাইফুল ইসলাম, তৌহিদুল আলম, রোজী চৌধুরী, ছৈয়দুল হক, সমিরণ পাল, এবাদুল হক, আনিসুর রহমান, আবুল হাসনাত মিনহাজ, ইমতিয়াজ প্রমুখ। সভায় বক্তারা বলেন-সাহিত্য ও সংস্কৃতি চর্চা জীবনকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষ্যে “কথা ও কবিতায়, সুর ও ছন্দে স্নাত হই আনন্দেরই ঝর্ণাধারায়” শীর্ষক আলোচনা সভা, কেক কাটা, বই ও বস্ত্র উপহার অনুষ্ঠান সম্প্রতি শহরের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আলোচকরা বলেন-মানুষের মননকে পরিশীলিত ও পরিশুদ্ধ করতে পারে সাহিত্য ও সংস্কৃতি চর্চা। বাঙালি কৃষ্টি সংস্কৃতির বিকাশ ও বর্দ্ধনায় আমরা যত বেশি কাজ করব ততবেশী সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হবে। মৌলবাদ জঙ্গিবাদ নির্মূলে সাহিত্য সংস্কৃতি মুখ্য ভূমিকা পালন করে। বক্তারা আরও বলেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সোমবারের সাপ্তাহিক সাহিত্য সন্ধ্যার ৩০০ তম পর্ব পূর্তি এক মাইলফলক সর্বোপরি সাহিত্য সংস্কৃতি অঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে। কালের পরিক্রমায় এটির ঐতিহাসিক মূল্য নির্দ্ধারিত হবে। ধারাবাহিকভাবে এহেন কার্যক্রম সাহিত্যাঙ্গনে সত্যি বিরল। মানুষের মননশীলতাকে সত্য সুন্দরে উদ্ভাসিত করতে এর মূল্য অপরিসীম। সমাজের কুপ্রবৃত্তি মানসজাত মানুষের মন ও মননকে সৎপ্রবৃত্তিজাত করে তুলতে সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই। জ্ঞান বিজ্ঞান অনুশীলন, মুক্ত বুদ্ধির চর্চাকে বেগবান করতে সাহিত্য সংস্কৃতির গুরুত্ব অপরিসীম।
সাহিত্য-সংস্কৃতি চর্চা জীবনকে পরিশীলিত ও পরিশুদ্ধ করে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন