চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট রম্যলেখক, শিক্ষার ফেরিওয়ালা, আনোয়ারা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয়, ফেনী ছাগলনাইয়া কলেজের সাবেক অধ্যক্ষ সমাজ অনুভাবক অধ্যক্ষ মোঃ হোসেন খান স্যারের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণ আলোচনা সভা গত ১৩ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা ও কবিতা পাঠে অংশনেন সাংবাদিক- সংগঠক সরোয়ার আমিন বাবু, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, সাংবাদিক লায়ন সুজিত কুমার দাশ, দক্ষিণজেলা যুবলীগনেতা এম. নুরুল হুদা চৌধুরী, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর তালুকদার, সম্পাদক আসিফ ইকবাল, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, চবি শিক্ষার্থী সুদীপ্ত সিকদার, সাবিহা সুলতানা রক্সি, নিলয় দে, মোঃ তিতাস, জাফর আলম, সবুজ চৌধুরী রকি প্রমুখ। সভায় বক্তারা বলেন মানুষই জ্ঞান, মেধা, বোধ ও মননশীলতায় সম্মানিত সমাসীন। বিবেক, বুদ্ধি ও কথা বলার অধিকারে সমস্ত সৃষ্টিজীবের ওপর শ্রেষ্ঠত্বের মুকুটধারী শুধু মানুষই। আবার এসব শ্রেষ্ঠত্বমাঝে কিছু ব্যক্তিত্বকে শুধুই শ্রেষ্ঠত্বের ফ্রেমে আটকে রাখা যায় না। স্যার অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান সেই শ্রেষ্ঠত্ব-ডিঙানো এমনই একজন। তিনি জীবনভর জ্ঞানের ভরভরন্ত গোলা নিয়ে ছুটেছেন এ-ধারে ও-ধারে। তিনি দান-ই করেছেন পুরোটা জীবন। পাঠদান আর বক্তৃতাদান তাঁর জীবনের প্রধানতম বিশিষ্টতা। তিনি হাত খুলে প্রবন্ধ যেমন লিখেছেন তেমন সারগর্ভ বক্তৃতাও করেছেন। অনেক বিশিষ্টজনের বক্তব্যও তিনি লিখে দিয়েছেন ব্যাপক। দানে দানে তাঁর অবদান আমাদের সমাজব্যবস্থার অনতিক্রম্য উচ্চতায় পৌঁছেছে। তাঁর পাঠদান, বক্তৃতাদান তথা জ্ঞানদান এ সমাজকে বহুকাল আলোর পথে চালিত করবে নিঃশঙ্কে বলা চলে।
জ্ঞান আর প্রজ্ঞার প্রতিভূ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন