চট্টগ্রাম -৫ হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ডিজিটাল বাংলাদেশ এরপর স্মার্ট দেশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে স্মার্ট কৃষক ও উদ্যোক্তা সৃষ্টি করতে এই কোটিপতি কৃষক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত শীত মৌসুমে এই উপজেলায় চট্টগ্রাম বিভাগের মধ্যে সরিষা উৎপাদন শ্রেষ্ট হয়ে দেশ জুরে সারা জাগিয়ে। উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কৃষকদের মধ্যে অনুপ্রেরনা সৃষ্টি করতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেষ্ট থাকবে হবে।উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করা দরকার সর্বাগ্রে। তিনি সোমবার হাটহাজারী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুস্টিত কোটিপতি কৃষক মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে ৩য়,ফলমূল ও মাছ উৎপাদন বিশ্বে ৪ বলে উল্লেখ করে বলেন, এই কৃতৃত্ব আমাদের দেশের কৃষক বলে উল্লেখ করেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার। তিনি দেশে এই প্রথম কোটিপতি কৃষক মেলা বলে উল্লেখ করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, ব্যাংকার যাদব চন্দ্র দাশ, হাফেজ সালামত উল্লাহ, কৃষি উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন, এ বি এম আতাউল্লাহ, মোঃ আবদুল্লাহ আল মামুন, মহিলা উদ্যোক্তা কমরু কাজ। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে উপণ্ড সহকারী কৃষি কর্মকতা মোঃ জামাল উদ্দিন, উপণ্ড সহকারী কীটতত্ত্ব বিদ রতন কান্তি শীল ও উপসহকারি কৃষি কর্মকতা রোমেল বড়ুয়া। মেলায় বাইশটি স্টলে ২২ জন কোটিপতি কৃষক তাদের নিজস্ব উৎপাদিত পণ্যাদি প্রদর্শন করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, মেলার স্টলে স্হান পাওয়া কোটিপতি কৃষকদের প্রতিস্টান গুলো হল মনসুর শাহ এগ্রো বানিজ্যিক সবজি চাষ, হযরত তাহের শাহ এগ্রো মিশ্র ফল বাগান ও ভার্মি কম্পোস্ট, মাহবুবুর রহমান এগ্রো কপি, কাজুবাদাম, মিশ্র ফলবাগান, কাফ এগ্রো ভার্মি কম্পোস্ট, মিশ্র ফল বাগান, সিয়েরা এগ্রো ভ্যালি কপি ও কাজুবাদাম, ভার্মি কম্পোস্ট, মিশ্র ফল বাগান, টু ফারমার্স এগ্রো কৃষি যান্ত্রিকী করন, ফ্রেশ মার্ট অর্গানিক ফার্ম কৃষি বিপনন, আসাদ এ- ব্রাদার্স এগ্রো ফার্ম কপি কাজুবাদাম, মিশ্র ফল বাগান, নাহার এ- চৌধুরী এগ্রো সমন্মিত কৃষি খামার, হালদা এগ্রো টেকনোলজি মিশ্র ফল বাগান ও বাণিজ্যিক সবজি চাষ, ফরুক এগ্রো ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট, গ্রিনজোন অর্গানিক এগ্রো কপি, কাজুবাদাম ও মিশ্র ফল বাগান, সুলতান এগ্রো মিশ্র ফল বাগান, প্রকাশ বড়ুয়া এগ্রো বাণিজ্যিক সবজি ও ধান চাষ, জেনিন মাশরুম ফার্ম মাশরুম উৎপাদন, আজিজুর রহমান এগ্রো বাণিজ্যিক সবজি চাষ, আহমদ নূর এগ্রো ভার্মি কম্পোস্ট, সবজি ও ধান চাষ, মোঃ নুর উদ্দিন এগ্রো বাণিজ্যিক সবজি ও ধান চাষ, কমরুস ড্রিম কৃষি প্রক্রিয়াজাত করন, মেসার্স আতিয়াহ এগ্রিকালচার এ- হর্টিকালচার কাঠের ঘানি (সরিষার তেল),নওরিন এগ্রো বাণিজ্যিক সবজি চাষ ও মিশ্র ফল বাগান, রাজা ফার্ম মিশ্র ফল বাগান,মেলার নিজস্ব স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।
হাটহাজারীতে কোটিপতি কৃষকের মেলার উদ্বোধনী অনুষ্ঠান

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন