মুবিনুল হক এক নামেই তিনি বিনোদন মিডিয়ায় পরিচিত। একজন ব্যস্ত মডেল অভিনেতা। মুবিনুল হক ২০১৬ সালে উইন্ডোজ মাল্টিমিডিয়ার সুপার স্টার জিতে নেন হাজারো প্রতিযোগিকে পেছনে ফেলে। এর পর থেকেই দেশের মডেলিং ও বিনোদন মাধ্যমে তার আধিপত্য শুরু হয়। এভাবে মডেলিং দিয়েই মিডিয়ায় আমার যাত্রা শুরু -বললেন মুবিনুল হক তিনি সমানতালে কাজ করছেন দেশের নামি দামি ব্যান্ড ফটোশুট, বিজ্ঞাপন, বিলবোর্ড, বিভিন্ন ম্যাগাজিন, ব্যান্ড র্যাম্প ফ্যাশন শো, টিভি চ্যানেল ফ্যাশন শো,মিউজিক্যাল ফিল্ম সহ সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন প্রজন্মের এই মডেল ও অভিনেতা। বিটিভির চ্যানেল ফ্যাশন শো এর কাজ এবং অন্যান্য র্যাম্প ফ্যাশন শোর কাজ করেন এছাড়াও কণ্ঠশিল্পী সৈয়দ অমির ‘পরদেশী প্রেম’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন এই মডেল অভিনেতা। তবে অভিনয়ের মাধ্যমেই একজন শিল্পী পরিপূর্ণতা পায়। তাই মুবিনুল হক অভিনয়কে ভালোবাসতে শুরু করেছেন।সামনে অভিনয়েই ক্যারিয়ার গড়তে চান। ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মুবিনুল হক বলেন, আমি একজন খুব ভালো অভিনেতা হতে চায়। ভালো একটা জায়গায় নিজেকে দেখতে চায়। পারদর্শী হতে চায়। যে কোন চরিত্রের জন্য নিজেকে পারফেক্ট করতে চায়। দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চায়। আপাতত এটাই ভবিষ্যৎ পরিকল্পনা।
মিডিয়ায় মডেলিং দিয়ে ক্যারিয়ার গড়েন মডেল অভিনেতা মুবিনুল হক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন