সাবিয়া-আলম ফাউন্ডেশন একটি শিক্ষা ও সমাজ কল্যাণ মূলক বহুমুখি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের কর্মসূচির অন্যতম স্বাস্থ্যসেবা। তারই ধারাবাহিকতায় জাতীয় সামাজিক সংগঠন “শিশুর হাসি সামাজিক সংস্থার ” সাথে ঠোঁট কাটা–তালু কাটা , রোগীদের বিনামূল্যে সার্জারী, ঔষধ প্রদান, উপহার বিতরণ কার্যক্রম সহ যৌথভাবে সেবা দিচ্ছে সাবিয়া-আলম ফাউন্ডেশন।
সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে অনলাইনে ইউ এস এ হতে যুক্ত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সাবিয়া-আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন চৌধুরী, পরিচালক তৌহিদুল আলম আরমান,
সংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া, শিশুর হাসি চট্টগ্রাম প্রতিনিধি এমন. এ. ইলাহী আরাফাত।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ক্রিকেট লাভার্স চিটাগং সন্দীপের আরমান ইলাহী, চাইল্ড ড্রীম বিডির ইন্জিনিয়ার আকরাম খান, দিশারীয়ান সানিম ইয়াসিন, ইবনে সীনা চট্টগ্রাম শাখার কর্মকর্তা আজহারুল ইসলাম, হাসান কবিরাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিবৃন্দ সাবিয়া আলম ফাউন্ডেশনের সফলতা কামনা করেন।