সাহিত্যিক অশোক বড়ুয়া চতুর্থ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে সাহিত্যিক অশোক বড়ুয়া চতুর্থ স্মারক বক্তৃতা ২০২৩ আজ ৪ নভেম্বর ২০২৩ বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে “কেনো নাটক করি” শীর্ষক বিষয়ে স্মারক বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর এম.পি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক অশোক বড়ুয়ার সুযোগ্য সন্তান মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের মাননীয় সচিব জনাব সম্পদ বড়ুয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোঃ ফখরুজ্জামান। অনুষ্ঠানে সাহিত্যিক অশোক বড়ুয়ার জীবনী পাঠ করেন কবি ইউসুফ মুহাম্মদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আলী।
স্মারক বক্তা মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর তাঁর বক্তব্যের শুরুতে সাহিত্যিক অশোক বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে এ স্মারক বক্তব্য অনুষ্ঠানে তাঁকে স্মারক বক্তা করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সাহিত্যিক অশোক বড়ুয়া ছিলেন সাহিত্য ও সংস্কৃতিপ্রেমি নিভৃতচারী একজন গুণী মানুষ। তাঁর বিভিন্ন রচনা বাংলা সাহিত্য ভান্ডারকে করেছে সমৃদ্ধ। মাননীয় সংসদ সদস্য তাঁর নাতিদীর্ঘ বক্তব্যে নাটক সম্পর্কে তাঁর বাস্তবধর্মী বিভিন্ন বিষয় অত্যন্ত সাবলীল ও চমৎকারভাবে তুলে ধরেন। যা দর্শক-শ্রোতা অত্যন্ত প্রাণভরে উপভোগ করেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে সাহিত্যিক অশোক বড়ুয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সাহিত্যিক অশোক বড়ুয়া ছিলেন বীর চট্টলার গর্ব। বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাহিত্যিক অশোক বড়ুয়া ছিলেন অত্যন্ত মেধাবী, জ্ঞানী, বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানপিপাসু একজন সুসাহিত্যিক। অজস্র গান, কবিতা, নাটক, গল্প-প্রবন্ধ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। এ গুণী সাহিত্যিক ছিলেন অত্যন্ত উচুঁমাপের একজন মহৎ মানুষ। উদার, মানবিক গুণাবলী সম্পন্ন এ সাহিত্যিক তাঁর কর্মের মাঝে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।