গণঅধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক আকন্দ মোহাম্মদ উজ্জল কে গতকাল (বুধবার) সকাল ৯ টার দিকে মৌচাক থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। বুধবার সকালে মগবাজার মোড়ে গণঅধিকার পরিষদের কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ তুলে নিয়ে যায়। উজ্জলের নামে কোন মামলা ছিলো না আগে।
পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলে জানানো হয় তাকে আজকে (বৃহস্পতিবার) কোর্টে তোলা হবে।
আমরা স্পষ্ট করে বলছি সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে আর আদালতের ঘাড়ে বন্দুক রেখে তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করছে, এতে সরকার সফল হবে না। বিরোধী রাজনৈতিক দল গুলোর ডাকা শান্তিপূর্ণ অবরোধে সরকার নিজে নাশকতা করে, অন্যদের ওপর দায় দেয়ার চেষ্টা করছে। চলমান আন্দোলনে সরকার ভয় পেয়ে এভাবে একের পর এক আটক করে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে না।
এর আগে গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের আর ৯ জনকে আটক করেছে পুলিশ।