নারায়ণগঞ্জে অবরোধের দ্বিতীয় দিনেও সক্রিয় বিএনপি নেতাকর্মীরা। জেলার সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করেছে। এছাড়াও আড়াইহাজারে অবরোধ সমর্থকেরা গাড়ি ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপি ও যুবদলের মিছিল চলাকালে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল চলছিল। এতে সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা থাকলেও দুটি মিছিল মুখোমুখি না হওয়ায় তা হয়নি। পরবর্তীতে মিছিল শেষ করে বিএনপি, যুবদল নেতাকর্মীরা ওই স্থান ত্যাগ করেন। মিছিলে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।