শফিউল আলম, রাউজান ঃ রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের উরকিরচর জিয়া বাজার উরকিরচর সড়কের মাথা থেকে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবতী দিল নেওয়াজ বেগম প্রকাশ র্কানিজ ফাতমাকে আটক করে। আটক যুবতী দিল নেওয়াজ বেগম প্রকাশ কার্নিজ ফাতেমার শরীর তল্লাসী করে মহিলা পুলিশের সদস্যরা ২ হাজার পিস ইয়াবা উদ্বার করে। গত ২৯ অক্টোবর রবিবার দিবাগত রাত ৮টার সময়ে পুলিশ এই অভিযান পরিচালনা করেন । ইয়াবা সহ আটক কর্নিজ ফাতেমা কক্সবাজার জেলার টেকনাফ এলাকার বাসিন্দা বলে দাবী করেন । তবে সেই রেহিঙ্গা যুবতী বলে ধারনা করছে পুলিশ ।দিল নেওয়াজ বেগম প্রকাশ কার্নিজ ফাতেমা (২৫) টেকনাফ উপজেলার লেদার ক্যাম্প হীলা ইউনিয়নের অবদুল কাদেরের কন্যা । তার স্বামী মৃত দিদার মিয়া বলে পুলিশের কাছে জানায় । কার্নিজ ফাতেমা দাবী করেন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে উরকিরচর এলাকার জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে দেওয়ার জন্য এসেছেন । রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,ইয়াবা সহআটক কার্নিজ ফাতমোর বিরুদ্বে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার পর গত ২৯ অক্টোবর রবিবার তাকে আদালতে সোর্পদকরা হয়েছে । ইয়াবা সহ আটক কার্নিজ ফাতেমার দেওয়া তথ্য অনুসারে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে গত ২৯ অক্টোবর রবিবার দিবাগত রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবতী আটক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন