হরতালের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করার হীন চক্রান্ত্রের অংশ হিসাবে গতকাল ঢাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ জনসমাবেশে বিনা উষ্কানিতে পুলিশ ন্যাক্কারজনক হামলা করে আমাদের একজন যুবদল নেতাকে নিহত এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। জনসমাবেশে লাখো মানুষের উপস্থিতি দেখে সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে দলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, এবং ভাঙচুর করেছে। কেননা সরকারের কোন বাধা বিপত্তি সমাবেশে জনস্রোত ঠেকাতে পারেনি।এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র মানে না। মানুষের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে একটিই, প্রশাসনযন্ত্রের উপর ভর করে যেকোন উপায়ে ক্ষমতায় টিকে থাকা। জনগণকে শোষণ করে, জনগণের সম্পদ লুটে নিয়ে যাওয়া। তাই তারা আবারো একটি পাতানো এবং সাজানো নির্বাচনের আয়োজন করছে। কিন্তু মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।এবার আর জনগণ কোনো কৌশলকেই সফল হতে দেবে না। কোনো ফাঁদে পা দেবে না। জুলুম-নির্যাতন করে সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। সরকারের পতনের দাবিতে আজ দেশের জনগণ জেগে উঠেছে। তারা মাঠে নেমেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এবার জনগণ প্রতিরোধ গড়ে তুলে সব চক্রান্তকে ব্যর্থ করে দেবে। তিনি আরোও বলেন,১৫ বছর ধরে এই কর্তত্ববাধী সরকারের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে আমরা শান্তির সঙ্গে রাজপথে আন্দোলনে আছি, পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব। আমাদের বাধা দিলে সেই বাধা অবশ্যই আমরা অতিক্রম করে যাব। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণের অধিকার ফিরে পাবার আন্দোলন, আমাদের এই আন্দোলন মানুষের যে কথা বলার অধিকার, সেই অধিকার ফিরে পাবার আন্দোলন। জনগণ আমাদের সঙ্গে আছে। এই জনগনণ বাধা প্রতিরোধ করবেই করবে। আজ ২৯ অক্টোবর (রবিবার) সকালে হরতালের সমর্থনে নতুন ব্রীজ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান, মুস্তাফিজুর রহমান, হামিদুল হক মন্নান, নুরুল কবির,কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসগর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মন্জুর আলম তালুকদার, দক্ষিণ জেলা বিএনপি নেতা আফিল উদ্দিন আহম্মদ, আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাঈনুদ্দীন মনির, মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিদোয়ান, জেলা যুবদলের সদস্য হেলাল উদ্দিন, জেলা ছাত্রদল সদস্য নিজামুদ্দিন,এ,জে চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক দলের রুবেল,মোহাম্মদ ইসমাইল প্রমুখ। ক্যাপশন: হরতালের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান এর নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ।