বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড। মাত্র ১৫৭ রানের টার্গেট দিয়ে হেরে যায় ৮ উইকেটে। বোলিংয়ে দাপট দেখানো লঙ্কানরা ১৪৬ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ইংলিশদের এমন লজ্জাজনক হারের কারণ কী? লঙ্কান বোলার মহেশ থিকসানার ভাষ্য, শ্রীলঙ্কাকে খাটো চোখে দেখেছিল ইংল্যান্ড। প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার কারণেই ধরাশায়ী হয়েছে ইংলিশরা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শক্তি-সামর্থ্যও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে ইংলিশরা। স্বাভাবিকভাবেই লঙ্কানদের মোকাবিলায় আত্মবিশ্বাসী ছিল জস বাটলারের দল। তবে মহেশ থিকসানার দাবি, ম্যাচের আগে লঙ্কানদের গুরুত্ব দেয়নি ইংল্যান্ড। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা (ইংল্যান্ড) আমাদের খাটো করে দেখেছিল। কারণ, আমরাও ৩টি ম্যাচ হেরেছিলাম এবং জিতেছি শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে।
আমার মনে হয়, তারা আমাদের খাটো চোখেই দেখেছিল।’ চার ম্যাচে সামন ৩ হার নিয়ে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
থিকসানা বলেন, ‘(ইংল্যান্ডের আত্মতুষ্টির) এ কারণেই ফলটা আমাদের পক্ষে এসেছে। আমরা নিজেদের শক্তি ও পরিকল্পনায় আস্থা রেখেছিলাম। এজন্যও ম্যাচটা জিতেছি আমরা।’
টানা তিন হারে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা ইংল্যান্ডকে বিধ্বস্ত করায় তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে বলে দাবি করেন থিকসানা। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। কারণ আমরা দুটি ম্যাচ জিতেছি এবং (ইংল্যান্ডের) বিপক্ষে এই ম্যাচে আমরা সন্তোষজনক জয় পেয়েছি। দল হিসেবে আমরা আগামী চার ম্যাচে ভালো খেলতে চাই এবং সেমিফাইনালে উঠতে চাই।’