বড় পর্দায় মেয়ে সুহানা খানের অভিষেক ঘটাচ্ছেন শাহরুখ খান। অ্যাকশন প্যাকড ছবির মুখ্য ভূমিকায় তিনি নিজে থাকবেন। ছবিটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। আনুষ্ঠানিকভাবে শাহরুখ এই ঘোষণা এখনও না করলেও কয়েকদিনের মধ্যে প্রকাশ্যে জানাবেন তার পরিকল্পনার কথা। দুহাজার চব্বিশের নভেম্বর মাসে শুটিং শুরু হবে। দেশের বিভিন্ন স্থানে যেমন এই ছবির শুটিং হবে, তেমনই বিদেশেও হবে। সুহানা খানের আত্মপ্রকাশের বিষয়টিকে ব্লকবাস্টার ইভেন্ট হিসেবেই দেখছেন শাহরুখ। পাঠান এবং জওয়ান-এর সাফল্যের পর তিনি সুহানা খানকে নিয়ে একটি অসাধারণ ফিল্মই বানাতে চান। সুহানার বিপরীতে কে থাকবেন অথবা আদৌ কেউ থাকবেন কি-না তা স্থির হয়নি। এই ছবির জন্য শাহরুখ তার সব এসাইনমেন্ট দুহাজার চব্বিশের মার্চের মধ্যে শেষ করে ফেলতে চাইছেন।
তারপর শুধু মেয়ের ডেবু ফিল্ম। এই ছবির নামকরণ এখনও হয়নি। রাজকুমার হীরানির একটি ছবি এবং সুজয় ঘোষের একটি ছবি নতুন প্রজেক্টের আগে শেষ করতে চান শাহরুখ।