চুটিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। বলিউডে এই গুঞ্জন গত কয়েক মাস ধরেই চলছে। একসঙ্গে একাধিক পার্টিতেও দেখা গিয়েছে প্রেমিকের সঙ্গে তাকে। তার প্রেমিক বলিউডের উঠতি তারকা সিদ্ধান্ত চতুর্বেদী। নিজেদের সম্পর্ক নিয়ে নাকি ভাবনাচিন্তাও শুরু করছেন তারা। মুম্বইয়ের রাস্তায় একে অপরের হাতে হাত রেখে ঘুরেছেন বলিপাড়ার চর্চিত যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার আরও কিছুটা এগিয়ে গেলেন নব্যা এবং সিদ্ধান্ত। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সিদ্ধান্ত। প্রতিটি ছবিতেই স্পষ্ট সিদ্ধান্তের অনাবৃত শরীর।
আলতো রোদে শুয়ে রোদ পোহাচ্ছেন তিনি। সেই ছবিগুলিই মনে ধরেছে নব্যার। গতকালের আড়মোড়া ভাঙা সেই ছবি দেখেই মন গলেছে নব্যার। সব ছবিগুলোতে ‘লাইক’ দিয়েছেন। গত জুন মাসে গোয়ায় একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সিদ্ধান্ত এবং নব্যা। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিল তাদের ছবি। চিত্রগ্রাহকদের ক্যামেরা দেখেও কোনও রকম লুকোচুরি করেননি তারা। বরং একে অপরের সঙ্গে বেশ সাবলীল দেখাচ্ছিল সিদ্ধান্ত এবং নব্যাকে। মায়ানগরীতে ফেরার পরে মুম্বইয়ের এক শপিং মলের বাইরে দেখা গিয়েছিল তাদের। শুধু তাই-ই নয়, তার আগে মুম্বইয়ের এক ফ্যাশন শোয়েও একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের এই চর্চিত যুগলকে। সেই ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটেন সিদ্ধান্ত। দর্শকাসনে অভিনেতার মা-বাবার পাশে বসেছিলেন নব্যা। তবে কি প্রেম থেকে পরবর্তী অধ্যায়ের দিকে হাঁটছেন সিদ্ধান্ত এবং নব্যা? এ জল্পনা এখন সবার মাঝে।