শফিউল আলম, সংবাদদাতা রাউজান ঃরাউজানের পশ্চিম গুজরায় সন্ত্রাসী পারভেজের ইয়াবা ব্যবসা জমজমাট নগরীতে ৪হাজার ২শত পিচ ইয়াবা সহ ধরা পড়েছে তার ৩ সহযোগী তার বাড়ীর সামনে থেকে ধরা পড়েছে ২হাজার ২০ পিচ ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ী । চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিমগুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিন কুল আলামিযার বাড়ীর বাসিন্দ্বা মরহুৃম আবুল হোসেনের পুত্র পারভেজ এক সময়ে রাউজানের জীপ চাদেঁর গাড়ীর হেলপার পরবর্তী জীপ চালক ছিলেন । পরবর্তী পারভেজ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে । পারভেজ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত লাভ করেন। সন্ত্রাসী পরভেজ এলাকায় ডাকাতি, ছিনতাই,হত্যা, অপহরন করে এলাকার সাধারন মানুষের কাছে এক ভয়ংকর সন্ত্রাসী হয়ে উঠে । সন্ত্রাসী পারভেজ রাউজানে এক সন্ত্রাসী বািিহনী গড়ে তোলে । পরবর্তী সন্ত্রাসী পারভেজ পুলিশের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয় । জেল থেকে জামিনে বের হয়ে মধ্রপ্রাচ্যে পাড়ি জমায় । মধ্যপ্রাচ্যে থেকে স্বর্ণ চোলাচালান চক্রের সাথে সন্ত্রাসী পারভেজের সখ্যতা গড়ে উঠে। মধ্যপ্রাচ্য থেকে দেশে এসে সন্ত্রাসী পারভেজ চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসায় থেক্রে চট্টগাম্র নগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে । সন্ত্রাসী পারভেজ ইয়াবা ব্যবসা করে তার গ্রামের বাড়ীতে বিলাসবহুল পাকা ভবন, বিলাস বহুল গাড়ী ক্রয় করে । প্রতিদিন সন্ত্রাসী পারভেজ তার সহযোগীদের নিয়ে দুক্ষন চট্টগ্রামের আনোয়ারা সমুদ্র উপকুল থেকে ও ককসবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরী ও চট্টগ্রাম জেলা বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে এখাধিক সুত্র জানায় । চট্টগ্রাম নগরী, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ছাড়া ও দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী পারভেজ ইয়াবা পাচার করে আসছে। পশ্চিম গুজরা ইউনি নের চেয়ারম্যান লায়ন সাহাবুউদ্দিন আরিফ বলেন , সন্তাসী পারভেজ তার স্বজনেরা মাদক ব্যবসায় জড়িত রয়েছে । সন্ত্রাসী পারভেজের বিরুদ্বে নগরী ও রাউজানে দশটির অধিক মামলা রয়েছে । গত ১২ অক্টোবর চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে সন্ত্রাসী পারভেজে গাড়ীর চালক টিপু তার সহযোগী আজিজুর রহমান, সাইফুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ৪ হাজার ২শত পিচ ইয়াবা দুটি মোটর সাইকেল, ১লাখ টাকা সহ গ্রেফতার করেন । গত ২১ অক্টোবর শনিবার বিকাল ২টা ৩০মিনিটের সময়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগদাই দক্ষিন কুল সন্ত্রাসী পালবেজের বাড়ীর সামনে থেকে ২হাজার ২০ পিচ ইয়াবা সহ আনোয়ারা উপজেলার বরুমছড়াি এলাকার মৃত মীর আহম্মদের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ সালাম (৩৮) কে রাউজান থানা পুলিশ গ্রেফতার করেন । গত দু বৎসর পুর্বে একই এলাকার সাহেদ নামের এক মাদক ব্যবসায়ীকে ২ হাজার পিচ ইয়াবা সহ রাউজান থানা পুলিশ গ্রেফতার করেন । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে মগদাই এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ সালামকে ২ হাজার ২০ পিচ ইয়বা সহ গ্রেফতার করে পুলিশ । ইয়াবা ব্যবসায়ী মোঃ সালামের বিরুদ্বে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করার পর গতকাল ২২ অক্টোবর রবিবার তাকে আদালতে সোর্পদ করা হয় । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন আরো বলেন, রাউজানের পশ্চিম গুজরা মগদাই এলাকার বাসিন্দ্বা ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সন্ত্রাসী পারভেজ এর তিন সহযাগীকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ ৪ হাজার ২শত পিচ ইয়াবা নিয়ে গত ১২ অক্টোবর গ্রেফতার করেন । সন্তাসী পারভেজ ও তার সহযোগীরা মোটা অংকের মাসেহারা দিয়ে ব্যবসা ও স্বর্ন চোরাচালানী করে আসলে ও সন্ত্রাসী পারভেজের সহযোগীরা কয়েকজন ধরা পড়লে ও সন্ত্রাসীপারভেজ ধরা পড়েনো ।
চট্টগ্রাম নগরী জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা রাউজানের সন্ত্রাসী পারভেজ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন