শফিউল আলম, রাউজান ঃ সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুগোৎসব উৎসব মুখর পরিবেশে রাউজানে উদযাপিত হয়েছে রাউজানে । সকাল থেকে গভীর রাত পর্যন্ত সময়ে পুজা মন্ডপ গুলোতে নারী পুরুষ, কিশোর কিশোরী সহ দল বেধে সনাতন ধর্মীয় অনুসারীরা পরিবার পরিজন নিয়ে ঘুওে বেড়াতে দেখা যায় । এবারে চট্টগ্রাম জেলার রাউজানে ২শত ৩৩টি পুজাঁ মন্ডপে শারদীয় দুগোৎসব উদযাপিত হয়ে আসছে । পুজা মন্ডপ গুলোতে পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন । পুজা মন্ডপ গুলো পরিদর্শন করছেন । রাউজানের বিভিন্ন এলাকায় পুজা মন্ডপ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম পুজা মন্ডপ পরিদর্শন করেন । চট্টগ্রাম রেঞ্জের ডি,আইজি নুরে আলম মিনার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নিশান চাকমা,রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, রাউজান থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান রাউজানের বিভিন্ন পুজা মন্ডপে দর্শনার্থীদের মধ্যে মিষ্টি বিতরন করেন । রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদেও সভাপতি চেয়াম্যান প্রিয়তোষ চৌধুরী সাধারন সম্পাদক সুমন দে, সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল দক্ষিন রাউজান পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশশীল, সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুজা মন্ডপ গুলো পরিদর্শন করছেন । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানে জাকঁজমক ভাবে শারদীয় দুগোৎসব উদযাপিত করছেন সনাতন ধর্মীয় অনুসারীরা । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, রাউজানে ২শত ৩৩ টি পুজা মন্ডপে শারদীয় দুগোৎসব পালন করছেন উৎসবমুখর পরিবেশে । রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন দে বলেন, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি”র একান্ত প্রচেষ্টায় রাউজান আজ সাম্প্রদায়িক সম্প্রতির মডেল হিসাবে দেশে পরিচিত লাভ করছে । রাউজানে ২শত ৩৩ টি পুজা মন্ডপে জাকঁঁজমক ভাবে অনুষ্টিত হচ্ছে। রাউজান এখন দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জল দৃষ্টান্ত ।
রাউজানে উৎসব মুখর পরিবেশে দুগোৎসব পুজা মন্ডপে দর্শনার্থীদের ভীড়

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন