যশোরের কেশবপুরে বন্ধুর সঙ্গে পূজামণ্ডপ দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নুরুন্নবী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধুও।
রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নবী যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে।
আহত বিজয় রায় জানান, বন্ধু নুরুন্নবীকে নিয়ে কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ দেখতে যান তিনি। সারাদিন পূজামণ্ডপে ঘুরে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে নুরুন্নবী মারা যান।
স্থানীয়রা তাকে (বিজয় রায়) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। অন্যজন আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।