শফিউল আলম, রাউজান: রাউজানের পশ্চিম গুজরায় ভুমি দস্যুদের তৎপরতা বেড়েছে গেছে। উপজেলা প্রশাসন ও এমপি’র নির্দেশ অমান্য করে রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর। বাদ যাচ্ছেনা কৃষি জমিও। অপরদিকে রাস্তার জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রাম বাজারের দক্ষিণ পাশের্^র সড়ক বাঁকে ভরাট করা হচ্ছে পুকুর। এখানে বালু ফেলছে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান। এমপি ফজলে করিম চৌধুরী ও প্রশাসনের নির্দেশ অমান্য করে কেন কৃষি জমি ভরাট করার দায়িত্ব নিলেন এমন প্রশ্নের উত্তরে নিজকে প্যানেল চেয়ারম্যান পরিচয় দিয়ে বলেন, এটি কৃষি জমি নয়, ভরাট করা হচ্ছে পুকুর। বিষয়টি আমি এমপি সাহেবকে জানিয়েছি। একই ইউনিয়নের মগদাই খালের উপর ব্রিজের দক্ষিণ পাশের্^ ব্রিজের কিনারা ঘেঁষে থাকা একটি পুরানো রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই ঘরটি নির্মাণ করছেন মোকতার নামের এক প্রবাসী। পরিদর্শন কালে দেখা যায় ইউনিয়নের শ্যামা চরণ উচ্চ বিদ্যালয়ে উত্তর পাশের একটি ব্রিজের উত্তর পাশেও চলছে কৃষিজমিতে পাকা ঘর নির্মাণের প্রস্তুতি। এটিও করছে মোকতারের পরিবার। এ ব্যাপারে বক্তব্য জানতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, পশ্চিম গুজরায় কৃষি জমি ভরাট ও মগদাই খালের ব্রীজ সংলগ্ন পুরাতন রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের কোন অনুমতি আমার কাছ থেকে নেওয়া হয়নি। যদি এমন কর্মকান্ডে কেউ জড়িত থাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রক্ষক যখন ভক্ষক- পশ্চিম গুজরায় শতবর্ষী পুকুর ভরাট করছে প্যানেল চেয়ারম্যান মন্নান

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন