রাজবাড়ীতে ৩০৫ লিটার বাংলা মদসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- ১ নম্বর রেলগেট এলাকার মৃত নন্দনাল রাউতের ছেলে বিল্লু রাউত (৩২) ও একই এলাকার মৃত জান্নু দাশের ছেলে উত্তম ওরফে গদু উত্তম ওরফে গদু (৩৫)।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নম্বর রেলগেট এলাকার মাদক কারবারি বিল্লু বাউতের বসত ঘর হতে ১৫৬ লিটার মদসহ উত্তমকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের অশোক রাউতের ছেলে আকাশ রাউতের ঘর থেকে ১৫৯ লিটার মদ জব্দ করা হয়। এ সময়ে আকাশ পালিয়ে যায়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।