রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক জার্মান চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার। উল্টো তিনি বলেছেন, পুতিন এখনও আমার বন্ধু। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন সংঘাতের কোনো কূটনৈতিক সমাধান না পাওয়ার জন্য জার্মানি ও ফ্রান্সের বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন তিনি।
সম্প্রতি সাডয়চেন জেইতুং নামের এক জার্মান গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন একসময় জার্মানির সবথেকে জনপ্রিয় এই রাজনীতিক। ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাক্ষাৎকারে ৭৯ বছর বয়স্ক গেরহার্ড শ্রোডার বলেন, পুতিন আমার বন্ধু তা গোপন করার কী আছে? আমাদের সম্পর্ক রাজনীতির বাইরেও অনেক গভীর। আমি যদিও মনে করি রাশিয়ানদের এখন যুদ্ধ শুরু করা ঠিক হয়নি, কিন্তু এর মানে এই না যে পুতিনের সঙ্গে আমার বন্ধুত্বকে অস্বীকার করতে হবে।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারে কেবল বর্তমানে দেশের ক্ষমতায় থাকা মানুষেরাই। কিন্তু বার্লিন ও প্যারিস যুদ্ধ থামাতে যথেষ্ট করছে না। এভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাওয়ার মাধ্যমে এই সংঘাত শেষ হবে না। ক্ষমতায় থাকার সময় রুশপন্থী হিসেবে পরিচিত ছিলেন শ্রোডার। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নানা পদক্ষেপ নিয়েছিলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া থেকে আসা জ্বালানি নিয়ে বেশিরভাগ জার্মানই খুশি ছিল। এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জার্মানির কোনো লাভ হচ্ছে না। এখনও তার দেশের পুতিনের সঙ্গে আলোচনায় বসার সুযোগ খোজা উচিৎ বলে মন্তব্য করেন সাবেক এই জার্মান চ্যান্সেলর।