মদকাণ্ডে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল দেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। এবার তাদের চূড়ান্ত শাস্তি ঘোষণা করেছে ক্লাবটি। যেখান আর্থিক জরিমান ও নিষেধাজ্ঞা উভয় দেওয়া হয়েছে অভিযুক্তদের। এর মধ্যে শুধু আর্থিক জরিমানা দিয়ে পার পাচ্ছেন শেখ মোরসালিন ও রিমন হোসেন। তবে বাকি তিন অভিযুক্ত তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বসুন্ধরা।
তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে আজ পাঁচ ফুটবলারের বিষয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করে বসুন্ধরা কিংস। যেখানে শেখ মোরসালিনকে ১ লক্ষ টাকা জরিমানা, রিমন হোসেনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তপু বর্মনকে ১ লক্ষ টাকা জরিমানাসহ ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আনিসুর রহমান জিকোকে ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত ও তৌহিদুল আলম সবুজকে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য।
ঘটনা গত মাসের, এএফসি কাপে মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলে মালদ্বীপ থেকে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে পৌঁছায় কিংসের ফুটবলাররা। এরপরই বিমানবন্দরে ঘটে অনাকাঙ্খিত ঘটনা। পাঁচ ফুটবলারের লাগেজ থেকে উদ্ধার করা হয় ৬৪ বোতল মদ।
ঘটনার পর তাৎক্ষনিক ওই ৫ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে বসুন্ধরা।
এই কাণ্ডে ক্লাবের সিদ্ধান্ত মেনে অভিযুক্তদের ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।