চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে গত ১৫ বছর ধরে গণতন্ত্রকামী সকল মানুষের ওপর ষ্টিম রোলার চালাচ্ছে। সরকারের দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য গুম, খুন ও স্বজন প্রীতিতে দেশ ডুবে আছে। সীমাহীন দুর্নীতি ও টাকা পাচার করে সরকার দেশের রিজার্ভ আজ তলানীতে পৌঁছিয়েছে। স্বাধীন মত প্রকাশ ও ভোট দানের অধিকার তো দূরের কথা সরকার এখন হুমকি দিচ্ছে তারা আমাদের গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় জনগণের ট্যাক্সের টাকায় নয় বরঞ্চ আওয়ামীলীগের টাকায় দেশ পরিচালিত হয়।
তিনি আরোও বলেন, জনগণের উপর জুলুম করে কোন স্বৈরশাসক পৃথিবীর বুকে টিকে থাকতে পারেনি। ক্ষমতা হারানোর ভয়ে জনবিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনাও নিজেকে একই রকম কর্তৃত্ববাদী স্বৈরশাসক ভেবে নাগরিকদের সব অধিকার বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে। অতীতের সব স্বৈরাচারদের মতই তিনিও তার অনিবার্য পরিণতির দিকে হাঁটছেন। চারদিক থেকে এখন বাকশালী পঁচা গন্ধ ছড়াচ্ছে। এই অবৈধ প্রধানমন্ত্রী ও সরকারের জিম্মিদশা থেকে জাতি মুক্তি চায়। জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। নির্যাতিত নিষ্পেষিত জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই লুটেরা সরকার পালাতে বাধ্য হবে।
তিনি ৭অক্টোবর (শনিবার) বাদ এশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন ও চান্দগাঁও থানা যুবদলের ইউসুফ আলী লিটন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় চান্দগাঁও থানা যুবদলের ‘মিলাদ ও দোয়া মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপি নেতা মো. বকতেয়ার, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়া,৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, হাজী নিজামুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল, দানু সও:, আব্দুল নবী, মো. আলমগীর, আব্দুল হক মাসুদ, মো. রিদুয়ান, মো.শহীদুল ইসলাম, নুরনবী, আকতার হোসেন, এসকান্দর হোসেন, মো.জসিম, মো. সরওয়ার, সামশুল আলম, মো. আনিসুজ্জামান,আব্দুর রশিদ, মো. জালাল, মো. মিজান, আব্দুল আজিজ, দুলাল, ইউসুফ, মো. ইব্রাহিম, মো. সাগর, মো. কবির, মো. আলম, রাজু মিয়া, রাজু হাসান, মো. নাঈম, মো. বাদশা, মো. পারভেজ, মো. রুবেল, মো. ঈছা, সাফায়েত হোসেন সোহান, মো. ফরহাদ প্রমুখ।